أَعُوْذُ بِاللّٰهِ مِنَ الشَّيْطٰانِ الرَّجِيْمِআমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই।
|
بِسْمِ اللّٰهِ الرَّحْمَٰنِ الرَّحْيمপরম দয়াময় অত্যন্ত দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।
|
ٱلْحَمْدُ لِلّٰهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ ١১। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য (যিনি) সারা জাহানের রব।
|
الرَّحْمٰنِ الرَّحِيمِ ٢২। পরম দয়াময়, অত্যন্ত দয়ালু।
|
مٰلِكِ يَوْمِ ٱلدِّينِ ٣৩। বিচার দিনের মালিক।
|
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ ٤৪। আমরা শুধু তোমারই ইবাদাত করি এবং শুধু তোমারই কাছে সাহায্য চাই।
|
اهْدِنَا ٱلصِّرٰطَ ٱلْمُسْتَقِيمَ ٥৫। আমাদেরকে সোজা পথ দেখাও।
|
صِرٰطَ ٱلَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ ٦৬। (তাদের) পথ, যাদের উপর তুমি নিয়ামত দিয়েছ।
|
غَيْرِ ٱلْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا ٱلضَّآلِّينَ ٧৭। যারা গজব প্রাপ্ত ও পথভ্রষ্ট তারা ছাড়া।
|
উদ্বোধন: ২২ নভেম্বর ২০১৯ রোজ শুক্রবার
সম্মানিত পাঠকবৃন্দের নিকট সংশোধনী, মতামত, ও পরামর্শ আহ্বান।